মানব [ mānaba ] বি. মানুষ, নর, মনুষ্য।
বিণ.
1 মনুসম্বন্ধীয়;
2 মনুপ্রণীত (মানব ধর্মশাস্ত্র)।
[সং মনু + অ]।
স্ত্রী. মানবী।
মানবক — মাণবক -এর অধিকতর প্রচলিত রূপ।
মানবজমিন বি জমিরূপে কল্পিত মানুষ (‘মানবজমিন রইল পতিত’: রা. প্র)।
মানবতা, মানবত্ব বি. মানুষের ধর্ম গুণ বা ভাব।
মানবতাবাদ বি.
1 মানুষের সদগুণাবলির অনুশীলন;
2 মানুষের স্বাভাবিক গুণ বা ধর্মের প্রতি গুরুত্ব আরোপ।
মানবধর্ম বি. সর্বমানবের গুণ বা ধর্ম, সর্বমানবের আচরণীয় গুণাবলী।
মানবলীলা বি. মানুষরূপে পৃথিবীতে জীবনযাপনকালে ক্রিয়াকলাপ। মানবলীলা সংবরণ করা ক্রি মারা যাওয়া।
মানবপ্রেমিক বি. মানুষকে যে ভালোবাসে।
মানবসমাজ বি. পৃথিবীর মানুষ, সমগ্র মনুষজাতি।
মানবহৃদয় বি.
1 মানুষের হৃদয়;
2 মনুষ্যত্বপূর্ণ অন্তঃকরণ;
3 মনুষ্যোচিত অনুভূতি।
মানবাধি-কার বি মানুষ হিসাবে সম্মানের সঙ্গে ও নিরাপদে বাঁচার অধিকার।
[সং মানব + অধিকার]।
মানবিক বিণ.
1 মনুষ্যোচিত (মানবিক গুণাবলি);
2 মনুষ্যসুলভ;
3 মনুষ্যত্বপূর্ণ;
4 লোকহিতকর, humanitarian (মানবিকতার কারণে দয়াপ্রদর্শন)।
বি. মানবিকতা (মানবিকতার বিকাশ)।
মানবীয় বিণ. মানুষের পক্ষে স্বাভাবিক এমন (মানবীয় আদর্শ)।
মানবোচিত বিণ. মানুষের পক্ষে উপযুক্ত।
Leave a Reply