‘-মান1 [ -māna1 ] (বর্ত. বর্জি.) মান্ ‘যুক্ত’ বা ‘অন্বিত’ অর্থে তদ্বিত প্রত্যয়বিশেষ (বুদ্ধিমান, ধীমান); যে শব্দের অন্তে বা উপান্তে অ আ অথবা ম আছে এবং যেসব শব্দের অন্ত ঙ ঞ ণ ও ন ভিন্ন অন্য বর্গীয় বর্ণ আছে তাদের পরে -মান স্হানে -বান হয় (বিদ্বান)।
স্ত্রী -মতী (বুদ্ধিমতী)।
-মান2 [ -māna2 ] বি.
1 মাপার উপকরণ বা মাত্রা;
2 তৌলকরণ, মাপনির্ধারণ;
3 (সংগীতে) তালের বিরাম বা মাত্রা;
4 (গণি.) প্রকৃত মূল্য, value
5 উত্কর্ষের বা অপকর্ষের পরিমাণ, standard (নিম্নমানের ওষুধ, শিক্ষার মান বাড়ানো)।
[সং. √ মা + অন]
মানচিত্র বি. ভূখণ্ড দেশ বা পৃথিবীর পরিমাপ অনুযায়ী নকশা, ম্যাপ।
মানদণ্ড বি. দাঁড়িপাল্লা (‘বণিকের মানদণ়্ড’: রবীন্দ্র)।
মানমন্দির বি. বৈজ্ঞানিক গবেষণাদির জন্য গ্রহনক্ষত্র পর্ষবেক্ষণের গৃহ, ovservatory.
মান3 [ māna3 ] বি.
1 সম্মান, পূজা, সমাদর (মানীর মান);
2 মর্যাদা, গৌরব (মানে আঘাত লাগা)।
[সং √ মান্ + অ]।
মানদ বিণ. সম্মানদায়ক।
স্ত্রী. মানদা।
মানন, মাননা বি. সম্মান বা পূজা বা সমাদর করা।
মাননীয় বিণ পূজনীয় বা সমাদরণীয়, সম্মানের যোগ্য।
স্ত্রী. মাননিয়া।
মাননীয়েষু বি. (৭মী বিভক্তি) (চিঠিপত্রাদিতে সম্বোধনবিশেষ) শ্রদ্বেয় বা সম্মানযোগ্য ব্যক্তির প্রতি।
স্ত্রী. মাননীয়াসু।
মানপত্র বি. গৌরবসূচক বা সম্মানসূচক অভিনন্দন পত্র।
মানহানি বি. সম্মাননাশ, মর্যাদানাশ।
মানহীন বিণ. সম্মানশূন্য, মর্যাদাশূন্য, সম্মান নেই এমন।
মান4 [ māna4 ] বি.
1 প্রণয়ভঙ্গ ঈর্ষা প্রভৃতি কারণে প্রিয়তমের প্রতি অব্যক্ত ও অতীব্র ক্রোধ অভিমান (মানভঞ্জন, মান করেছে);
2 গর্ব, দম্ভ হামবড়া ভাব (অতিমান পতনের কারণ)।
মানকলি বি. স্ত্রী-পুরুষের অভিমানজনিত কলহ।
মানভঞ্জন বি. অভিমান দূর করা।
মানে মানে ক্রি-বিণ. সম্মান অক্ষুন্ন থাকতে-থাকতে বা হারাবার আগে (মানে মানে বিদায় হও)।
[সং √ মান্ + অ]।
Leave a Reply