মাদক [ mādaka ] বিণ, মত্ততাদায়ক, মত্ততাসৃষ্টিকারী মাদক দ্রব্য।
বি. মত্ততাদায়ক দ্রব্য, নেশার বশ্তু মাদক সেবন।
[সং √ মদ + ণিচ্ + অক]।
মাদকতা বি মত্ততা বা নেশা জন্মানোর শক্তি (ঐশ্বর্ষের মাদকতা ক্ষমতার মাদকতা)।
মাদকসেবন বি. মাদকদ্রব্য পান বা ভোজন।
মাদকসেবী বিন্ বিণ নেশাখোর।
মাদকাশক্তি বি. মাদকের প্রতি প্রবল অনুরাগ।
Leave a Reply