মাথা [ māthā ] বি.
1 মানুষ ও প্রাণীর দেহের যে-উপরিভাগে মুখমণ্ডল চক্ষুকর্ণাদি ইন্দ্রিয় এবং মস্তিষ্ক আছে, মস্তক (মাথা ঠোকা, মাথা নাড়ানো);
2 শীর্ষ, উপরিভাগ, চূড়া (পাহাড়ের মাথায়);
3 আগা, ডগা (আঙুলের মাথায় ব্যাথা);
4 প্রান্ত, আরম্ভস্হল (মোড়ের মাথায়, রস্তার মাথায়);
5 মোড়, বাঁক;
6 নৌকোর অগ্রভাগ বা গলুই;
7 মস্তিষ্ক, বোধশক্তি (অঙ্কে মাথা আছে);
8 প্রধান ব্যক্তি, সর্দার (গাঁয়ের মাথা);
9 ঝোঁক, প্রভাব (রাগের মাথায়);
10 কিছু-না-এই অর্থবোধক উক্তি (তুমি আমার মাথা করবে)।
[প্রাকৃ. মত্থঅ < সং. মস্তক]।
মাথা আঁচড়ানো ক্রি. বি. চিরুনি দিয়ে চুল বিন্যাস করা।
মাথা উঁচু করা, মাথা তোলা ক্রি. বি. (আল.)
1 সতেজ হয়ে ওঠা;
2 উন্নতি করা;
3 অভ্যুত্থিত হওয়া;
4 সগৌরবে নিজেকে জাহির করা;
5 বিদ্রোহী হওয়া;
6 বিপদ ইত্যাদি কাটিয়ে ওঠা।
মাথাওয়ালা বিণ. বুদ্ধিমান।
মাথা কাটা ক্রি. বি.
1 বধ বা হত্যা করা;
2 (আল.) অত্যন্ত অপমান করা বা তিরষ্কার করা।
মাথা কাটা যাওয়া ক্রি. বি. অত্যন্ত্য লজ্জা পাওয়া; সম্ভ্রমহানি হওয়া।
মাথা কেনা ক্রি. বি. সীমাহীন অধিকার পাওয়া; দণ্ডমুণ্ডের কর্তা হওয়া (চাকরি পেয়ে সে যেন সকলের মাথা কিনে রেখেছে)।
মাথা কোটা, মাথা খোঁড়া ক্রি. বি.
1 অসহ্য দুঃখকষ্টে অথবা অসহায় অবস্হায় পড়ে ভূমিতে বা দেওয়ালের উপর মাথা ঠোকা;
2 সনির্বন্ধ অনুরোধ করা, নাছোড়বান্দা হয়ে মনতি করা।
মাথা খাও — মাথার দিব্যি দিচ্ছি-এই অর্থসূচক শপথবিশেষ।
মাথা খাওয়া ক্রি. বি. সর্বনাশ করা; উত্সন্নে দেওয়া, বখিয়ে বা বিগড়ে দেওয়া (লাই দিয়ে ছেলের মাথা খেয়েছে)।
মাথা খাটানো ক্রি. বি. বুদ্ধি খাটানো, চিন্তা করা।
মাথাখারাপ বিণ. পাগল, অপ্রকৃতিস্হ।
মাথা খারাপ করা ক্রি. বি. দুশ্চিন্তা ইত্যাদির জন্য অস্হির বা বিভ্রান্ত হওয়া।
মাথা খেলানো ক্রি. বি. বুদ্ধি চালনা করা।
মাথাগরম বি. রাগ, ক্রোধ।
☐ বিণ. রাগী, ক্রুদ্ধ (মাথাগরম লোক)।
মাথা গরম করা ক্রি. বি. ক্রুদ্ধ বা উত্তেজিত হওয়া।
মাথা গুলিয়ে দেওয়া, মাথা গুলানো ক্রি. বি. হতবুদ্ধি করা।
মাথা গোঁজা ক্রি. কোনোরকমে আশ্রয় নেওয়া বা বাস করা।
মাথা ঘষা ক্রি. বি. চুলে সাবান শ্যামপু ইত্যাদি প্রয়োগ করে চুল পরিষ্কার করা।
☐ বি. চুলে মাখবার বা কেশতেলে মিশাবার সুগন্ধ মশলাবিশেষ।
মাথা ঘামানো ক্রি. বি. (অনর্থক) মস্তিষ্ক চালনা করা বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া।
মাথা ঘোরা ক্রি. বি.
1 চতুর্দিকে ঘুরছে এমন বোধ হওয়া বা এমন শিরঃপীড়া হওয়া;
2 (আল.) বিহ্বল ও দুশ্চিন্তাগ্রস্ত হওয়া।
মাথা চাড়া দেওয়া ক্রি. বি. মাথা তোলা-র অনুরূপ।
মাথা চুলকানো ক্রি. বি. জবাব-উপায়-সংকল্প ইত্যাদি স্হির করতে না পারার জন্য মাথার মধ্যে আঙুল চালানো।
মাথা ঠাণ্ডা করা ক্রি. বি. শান্ত বা প্রকৃতিস্হ হওয়া, উত্তেজনা দূর করা।
মাথা ঠিক রাখা ক্রি. বি. (সকল পরিস্হিতিতে) অবিচলিত থাকা, বিচলিত বা উত্তেজিত না হওয়া।
মাথা তোলা ক্রি. বি. মাথা উঁচু করা-র অনুরূপ।
মাথা দেওয়া ক্রি. বি.
1 জীবন উত্সর্গ করা;
2 কোনো কাজে বা বিষয়ে মনোযোগ দেওয়া।
মাথা ধরা ক্রি. বি. মাথার মধ্যে যন্ত্রণা হওয়া।
মাথা নিচু হওয়া ক্রি. বি. (আল.) অপমানে বা লজ্জায় অত্যন্ত কুণ্ঠিত বোধ করা বা ক্ষুদ্র বোধ করা।
মাথা নেই তার মাথা ব্যথা — উক্তি, অকারণ দুশ্চিন্তা।
মাথা নোয়ানো ক্রি. বি. নতি বা অধীনতা স্বীকার করা।
মাথাপাগলা বিণ. পাগলাটে খ্যাপাটে।
মাথাপিছু ক্রি বি. জনপ্রতি, প্রত্যেক লোক হিসাবে।
মাথা পেতে দেওয়া ক্রি. বি. সম্পূর্ণ মেনে নেওয়া শীরধার্য করা।
মাথা বিকানো ক্রি. বি. সম্পূর্ণ বশ্যতা স্বীকার করা।
মাথাব্যথা বি.
1 মাথার মধ্যে যন্ত্রণা;
2 আল. দুশ্চিন্তা;
3 গরজ।
মাথামুণ্ডু বি. বোধমগ্য বিষয় তার কথার কি কোনো মাথামুণ্ডু আছে, ও-চিঠি মাথামুণ্ডু কিছুই বুঝলাম না।
মাথামোটা বিণ. স্হূলবুদ্ধি বোকা মাথামোটা লোক।
মাথায় ওঠা ক্রি. বি মাধায় চড়া-র অনুরূপ।
মাথায় করা ক্রি বি.
1 অত্যন্ত আদর বা প্রশ্রয় দেওয়া;
2 অত্যন্ত সম্মান ভক্তি বা সমাদর করা;
3 উপেক্ষা করা ঝড়বৃষ্টি মাথায় করে বেরিয়ে গেল
মাথায় কাঠাল ভাঙা ক্রি. বি. ফাঁকি দিয়ে পরের টাকা বা জিনিসপত্র আত্মসাত্ করা।
মাথায় কাপড় দেওয়া ক্রি. বি. মাথায় ঘোমটা দেওয়া।
মাথায় খাটো বিণ. বেঁটে খর্বাকৃতি।
মাথায় খুন চাপা ক্রি. বি. অত্যন্ত উদ্রেক হওয়া প্রচণ্ড রাগ হওয়া।
মাথায় ঘোল ঢালা দ্র ঘোল।
মাথায় চড়া ক্রি. বি. প্রশ্রয় পায়ে স্পর্ধাযুক্ত ও উদ্ধত হওয়া।
মাথায় ঢোকা ক্রি. বোধগম্য হওয়া।
মাথায় তোলা ক্রি. অত্যাধিক প্রশ্রয় বা লাই দেওয়া।
মাথায় মাথায় ক্রি. বিণ. একেবারে সীমা পর্যন্ত সমান-সমান চৌবাচ্চার মাথায় মাথায় জল।
মাথায় রাখা ক্রি. বি.
1 ভক্তি সম্মান বা আদরযত্ন করা;
2 মনে রাখা বা খেয়াল রাখা ব্যাপারটা মাথায় রেখো কিছু।
মাথায় হাত — বিস্ময় সর্বনাশ ইত্যাদি কারনে বিমূঢ়তা, (দাম শুনে তাঁর তো মাথায় হাত।)
মাথায় হাত বুলানো ক্রি. বি. কৌশলে বা ফাঁকি দিয়ে অপহরণ বা হাসিল করার চেষ্টা করা।
মাথার উপর কেউ না থাকা ক্রি. বি. অভিভাবকহীন হওয়া।
মাথার খুলি — করোটি।
মাথার ঘাম পায়ে ফেলা ক্রি. বি. অত্যন্ত পরিশ্রম করা।
মাথার ঘি বি. ঘিলু মস্তিষ্ক বুদ্ধি।
মাথার ঠাকুর বি. অতি শ্রদ্ধেয় ব্যক্তি।
মাথার ঠিক না থাকা ক্রি. বুদ্ধিভ্রংশ হওয়া।
মাথার দিব্যি বি. আমার মাথা খাও অর্থাত্ আমার মৃত্যুর কারণ হও এই শপথ।
মাথালো বিণ মাথাওয়ালা বুদ্ধিমান।
মাথা হেট হওয়া ক্রি. বি. সম্মানিত হওয়া, অত্যন্ত লজ্জা পাওয়া।
Leave a Reply