মাতৃ [ mātṛ ] বি. মাতা শব্দের সংস্কৃত মূল রূপ।
মাতৃক বিণ.
1 মাতাসম্বন্ধীয় (তু. পৈতৃক);
2 (সমাসের উত্তরপদে) মাতারূপে পরিগণিত বা কল্পিত (নদীমাতৃক)।
মাতৃকা বি.
1 মাতা;
2. গৌরী পদ্মা শচী মেধা সাবিত্রী বিজয়া জয়া দেবসেনা স্বধা স্বাহা শান্তি পুষ্টি ধৃতি তুষ্টি আত্মদেবতা কুলদেবতা-এই ষোড়শ দেবী;
3 মাতামহী;
4 ধাত্রী;
5 কারণ;
6 অ আ ক খ প্রভৃতি বর্ণ।
মাতৃকুল বি. মায়ের বংশ।
মাতৃগণ বি. ব্রাহ্মী মাহেশ্বরী ঐন্দ্রী বরাহী বৈষ্ণবী কৌমারী চামুণ্ডা বা কৌবেরী ও চর্চিকা-এই অষ্ট শক্তি।
মাতৃঘাতক, মাতৃঘাতী (-তিন্) বিণ. মাতার প্রাণবধকারী।
মাতৃদায় বি. মৃতা জননীর শ্রাদ্ধাদির দায়িত্ব বা তদ্রূপ অবশ্যকরণীয় কর্ম।
মাতৃদুগ্ধ বি. মায়ের স্তনের দুধ।
মাতৃপক্ষ বি. মাতৃকুলের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ।
মাতৃবত্ বিণ. মায়ের মতো (মহিলাকে সে মাতৃবত্ দেখে)।
মাতৃবন্দনা বি. জননীকে বা জন্মভূমিকে বা দেবীকে আরাধনা বা অভিবাদন।
মাতৃবিয়োগ বি. মায়ের মৃত্যু।
মাতৃভক্ত বিণ. মায়ের অনুগত বা মায়ের প্রতি অনুরক্ত ও শ্রদ্ধাশীল।
মাতৃভক্তি বি. মায়ের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ।
মাতৃভাষা বি. স্বজাতির ভাষা, কোনো ব্যক্তির নিজের ও তার স্বজাতির ভাষা।
মাতৃভূমি বি. স্বদেশ, জন্মভূমি।
মাতৃশাসন বি. রাজ্য পরিবার বা গোষ্ঠীর শাসনে বা পরিচালনায় স্ত্রীলোকের কর্তৃত্ব, matriarchy.
মাতৃশ্রাদ্ধ বি. মায়ের মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়াদি।
মাতৃষ্বসা দ্র মাতুঃষ্বসা।
মাতৃষ্বস্রীয়া বি. মাসতুতো বোন।
মাতৃসদন বি. 1 মায়ের গৃহ; 2 যেখানে নারী মা হয় অর্থাত্ প্রসূতিগৃহ।
মাতৃসমা বিণ. মায়ের সমান (মাতৃসমা জন্মভূমি)।
মাতৃসেবা বি. মায়ের পরিচর্যা।
মাতৃস্নেহ বি. মায়ের ভালোবাসা।
মাতৃস্তন্য বি. মায়ের বুকের দুধ।
মাতৃহত্যা বি. মায়ের প্রাণনাশ করা।
মাতৃহন্তা (ন্তৃ), মাতৃহন্তারক বি. মাতৃঘাতক, মায়ের হত্যাকারী।
মাতৃহীন বিণ. মা-মরা।
স্ত্রী. মাতৃহীনা।
Leave a Reply