মাড়া [ māḍ়ā ] ক্রি. বি. মর্দন করা, পেষণ করা।
☐ বিণ. উক্ত অর্থে।
[সং. √ মৃদ্ + বাং আ]।
মাড়াই বি. মাড়ানোর কাজ (ধানমাড়াই, আখমাড়াই)।
মাড়ানো ক্রি. বি.
1 মর্দিত বা পিষ্ট করানো;
2 পদদলিত করা (মাড়িয়ে যাওয়া);
3 পদার্পণ করা, আসা বা যাওয়া (এই রাস্তা মাড়ায় না)।
☐ বিণ. উক্ত অর্থে।
ছায়া না মাড়ানো ক্রি. বি. কোনো সম্পর্কই না রাখা (তার ছায়া মাড়ানোও পাপ)।
Leave a Reply