মাটি [ māṭi ] বি.
1 ভূপৃষ্টের উপরিতলের যেখানে উদ্ভিদ জন্মে, মৃত্তিকা (মাটির পুতুল);
2 ভূতল (মাটিতে বসা);
3 ভূসম্পত্তি (লাঠি যার মাটি তার);
4 স্হির থাকার বা ভর দেবার উপায় (পায়ের তলায় মাটি না থাকা)।
☐ বিণ. পণ্ড, নষ্ট (প্যানটা মাটি হয়ে গেল)।
[প্রাকৃ. মট্টিআ < সং. মৃত্তিকা]।
☐ বিণ. মেটে।
মাটি করা ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (সব আয়োজন মাটি করে দিল)।
মাটি কামড়ে পড়ে থাকা ক্রি. বি. 1 যথাশক্তি নিশ্চল হয়ে মাটিতে শুয়ে থাকা; 2 (আল.) নাছোড়বান্দা হয়ে স্বস্হানে অটল থাকা।
মাটি খাওয়া ক্রি. বি. যার জন্য পরে অনুতাপ করতে হয় এমন কাজ করা।
মাটি তোলা ক্রি বি. 1 মাটি খুঁড়ে উঠানো; 2 পঙ্কোদ্বার করা।
মাটি দেওয়া ক্রি. বি. কবর দেওয়া, সমাধিস্হ করা।
মাটি মাড়ানো ক্রি. বি. পদার্পন করা (আপনি বহুদিন এদিককার মাটি মাড়াননি)।
মাটি হওয়া ক্রি. বি. পণ্ড বা নষ্ট হওয়া।
মাটির দর — অতি সস্তা।
মাটির মানুষ — অতি শান্ত লোক।
Leave a Reply