মাঝ [ mājha ] বি.
1 মধ্যস্হল (মাঝের ঘর, মাঝের দিনগুলো);
2 অত্যন্তর, ভিতর (বনের মাঝে)।
☐ বিণ. মধ্য (মাঝপথ)।
[প্রাকৃ. মজ্ঝ]।
মাঝখান বি. মধ্যস্হান, মধ্যভাগ, মাঝের জায়গা (মাঝখানটা ফাঁকা রয়েছে)।
মাঝবয়স বি. মধ্যবয়স, মাঝামাঝি বয়স, প্রৌঢ় বয়স।
মাঝবয়সি বিণ. প্রৌঢ়, মাঝামাঝি বয়সের (মাঝবয়সি ভদ্রলোক)।
মাঝরাত বি গভীর রাত, মধ্যরাত।
মাঝরাস্তা বি. অর্ধেক পথ।
মাঝা-মাঝি বিণ.
1 মধ্যবর্তী (মাঝামাঝি জায়গা);
2 দুই বিপরীত দিকে প্রায় সমান, দুই প্রান্ত থেকে সমান দূরে রয়েছে এমন;
3 মোটামুটি (ছেলেটার পরীক্ষা মাঝামাঝি রকমের হয়েছে)।
☐ক্রি বিণ. মধ্যভাগে (চৈত্রের মাঝামাঝি একবার এসো)।
মাঝে ক্রি-বিণ. 1 মাঝখানে, মধ্যস্হানে (আমি মাঝে বসব);
2 কিছুদিন আগে, ইতিমধ্যে (মাঝে সে একদিন এসেছিল)।
মাঝে মাঝে ক্রি-বিণ. কিছুদিন বা কিছুকাল অন্তর অন্তর (সে মাঝে মাঝে আসে)।
Leave a Reply