মাজা1 [ mājā1 ] বি. কোমর, কটি দেহের মধ্যভাগ, পিঠ ও নিতম্বের মধ্যবর্তী ভাগ।
[প্রাকৃ. মজ্ঝ]।
মাজা2 [ mājā2 ] ক্রি. বি. মার্জিত করা, উজ্জ্বল করা, ঘসে পরিষ্কার করা (বাসন মাজা, দাঁত মাজা)।
☐ বিণ উক্ত অর্থে।
[সং. √ মার্জ্ + বাং. আ]।
☐ ঘসা বি. ভালভাবে পরিষ্কার বা পরিপাটি করা।
☐ বিণ পরিষ্কৃত ও পরিমার্জিত।
মাজানো ক্রি. বি. ঘসে পরিষ্কার করানো।
Leave a Reply