মাছ [ mācha ] বি. জলে বিচরণকারী এবং জলে সাঁতার কাটার উপযোগী পাখনাযুক্ত শীতল রক্তের মেরুদণ্ডী প্রাণী, মত্স্য।
[পা. মচ্ছ < সং. মত্স্য]।
মাছভাজা বি. খাওয়ার জন্য তেল ইত্যাদি শুকনো করে রাঁধা মাছ।
মাছরাঙা বি. মত্স্যভুক পাখিবিশেষ, মত্স্যরঙ্গ।
মাছুয়া, মেছুয়া, মেছো বিণ.
1 মাছের, মাছসংক্রান্ত (মেছুয়া বাজার);
2 মত্স্যভুক, মাছ খায় এমন।
☐ বি. মত্স্যজীবী জেলে।
স্ত্রী. মেছুনি।
Leave a Reply