মাগা [ māgā ] ক্রি.
1 যা়চ্ঞা করা, প্রার্থনা করা (‘তোমার কাছে এ বর মাগি’: রবীন্দ্র);
2 ভিক্ষা করা (মেগে খাওয়া);
3 চাওয়া (‘ভিক্ষা মাগি দ্বারে দ্বার’: রবীন্দ্র)।
☐ বি. বিণ উক্ত অর্থে।
[বাং. √ মাগ্ (< সং √ মার্গ্) + আ]।
মাগানো ক্রি.
1 ভিক্ষা করানো বা চাওয়ানো;
2 আনানো।
☐ বি. উক্ত অর্থে।
Leave a Reply