মাখা [ mākhā ] ক্রি. বি.
1 লেপন করা (গায়ে তেল মাখা);
2 মর্দন করা, চটকানো (ময়দা মাখা)।
☐ বিণ. উক্ত উভয় অর্থে ।
[সং. √ ম্রক্ষ্ + বাং. আ]।
মাখানো ক্রি বি.
1 লেপন করানো (চাকরকে দিয়ে তেল মাখানো);
2 মর্দন করানো (পাচককে দিয়ে ময়দা মাখানো)।
☐ বিণ. উক্ত সব অর্থে।
মাখামাখি বি.
1 পরস্পর লেপন;
2 অত্যাধিক লেপন বা মর্দন;
3 অন্তরঙ্গতা বা ঘনিষ্টতা;
4 (অনভিপ্রেত) মেলামেশা বা অন্তরঙ্গতা।
Leave a Reply