মা1 [ mā1 ] বি. (সংগীতে) স্বরগ্রামের চতুর্থ বা মধ্যম সুর।
[সং. মধ্যম-এর সংক্ষিপ্ত রূপ]।
মা2 [ mā2 ] বি.
1 মাতা, জননী, জন্মদাত্রী;
2 মাতৃস্হানীয়া নারী এবং কন্যা বা কন্যাস্হানীয়া নারীকে সম্বোধন।
☐ অব্য. (বাং.) ভয়-বিস্ময়-যন্ত্রণাদি প্রকাশক (মা গো, ও মা)।
[প্রাকৃ মাআ < সং মাতা]।
মায়ের জাত বি. নারীজাতি।
মায়ের দয়া বি.
1 মাতা বা মাতৃরূপা স্বর্গের দেবীর দয়া;
2 (দেবী শীতলা এই রোগের অধিদেবতা বলে) বসন্তরোগ।
Leave a Reply