মহী, মহি [ mahī, mahi ] বি. পৃথিবী (‘তোমারি তুলনা তুমি প্রাণ, এ মহীমণ্ডলে’: রামনিধি গুপ্ত)।
[সং. √ মহ্ + ই + ঈ]।
মহীতল বি ভূতল, ভূপৃষ্ঠ।
মহীধর, মহীধ্র বি পর্বত।
মহীনাথ, মহীন্দ্র, মহীপ, মহীপতি, মহীপাল, মহীশ বি. নৃপতি, রাজা।
মহীমণ্ডল বি. পৃথিবী, সমগ্র পৃথিবী।
মহীরুহ বি. বৃক্ষ, গাছ।
মহীলতা বি. কেঁচো।
মহীসুত বি.
1 মঙ্গলগ্রহ;
2 নরকাসুর।
মহীসুতা বি. সীতা।
Leave a Reply