মহিমা [ mahimā ] (-মন্) বি.
1 মাহাত্ম্য, মহত্ত্ব, গৌরব (দেবতার মহিমা);
2 যোগলব্ধ অষ্ট ঐশ্বর্যের অন্যতম;
3 শিবের বিভূতিবিশেষ।
[সং. মহত্ + ইমন্]।
মহিমাকীর্তন বি. মাহাত্ম্য বর্ণনা।
মহিমান্বিত বিণ. মাহাত্ম্যযুক্ত (মহিমান্বিত চরিত্র)। স্ত্রী. মহিমান্বিতা।
মহিমাব্যঞ্জক বিণ. মহিমা প্রকাশক, মহিমাসূচক।
মহিমার্ণব বি. সমুদ্রবত্ অসীম মহিমাপূর্ণ ব্যক্তি।
Leave a Reply