মহত্, মহত, মহৎ [ mahat ] বিণ.
1 বড়ো, বৃহত্ (মহত্ অরণ্য, মহত্ ব্যাপার);
2 শ্রেষ্ঠ উন্নত উদার (মহত্ কার্য মহদাশয়)
3 প্রবল (মহত্ ভয়, মহত্ দোষ);
4 গুরু, গুরুতর (মহত্ ভার)।
☐ বি. উন্নতচরিত্র বা উদারহৃদয় ব্যক্তি (‘আমি চাই মহতের মহত্ পরাণ’: মা. ব.)।
[সং. √ মহ (পূজা) + অত্]।
স্ত্রী. মহতী (মহতী সভা, মহতী বাণী)।
মহতপ্রাণ বিণ উদারহৃদয়।
মহত্তম বিণ সর্বাপেক্ষা মহত্ (মহত্তম আদর্শ)।
মহত্তর বিণ. (দুইয়ের মধ্যে) অধিকতর মহত্।
মহত্ত্ব বি. মহত্ ভাব, মহতের ভাব।
Leave a Reply