মস্ত [ masta ] বিণ.
1 (সং.) উঁচু (মস্ত বৃক্ষ);
2 (বাং) প্রকাণ্ড, সুবৃহত্ (মস্ত বাড়ি, মস্ত প্রাসাদ);
3 বিস্তৃত (মস্ত মাঠ);
4 মহত্ (মস্ত লোক, মস্ত হৃদয়)।
☐ বিণ-বিণ. খুব, অতিশয় (মস্ত বড়ো, মস্ত ধনী)।
☐ বি. মস্তক, মাথা (ছিন্নমস্তা)
[সং. √ মস্ + ত-তু. ফা. মসত্]।
Leave a Reply