মসি, মসী [ masi, masī ] বি.
1 লেখবার কালি (মসিজীবি);
2 মাকড়সার ঝুল;
3 কলঙ্ক (‘পূর্ণ শশী মাখে মসি’: রবীন্দ্র)।
[সং. √ মস্ + ই, ঈ]।
মসিকৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)।
মসিজীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি।
মসিনিন্দিত, মসিলাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো।
মসিময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ।
মসিযুদ্ধ বি. লিখিত তর্ক বিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ।
Leave a Reply