মলিন [ malina ] বিণ.
1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ);
2 উজ্জ্বল বা ফরসা নয় এমন (‘মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম’: জী. দা.);
3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন);
4 বিষন্ন, ম্লান (মলিন মুখ)
5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া)
[সং. √ মল্ + ইন্]।
বি. মলিনতা, মলিনত্ব, মালিন্য, মলিনিমা।
স্ত্রী. মলিনা।
Leave a Reply