মলয় [ malaẏa ] বি.
1 দক্ষিণভারতের পশ্চিমঘাট পর্বতমালা;
2 স্বর্গীয় উদ্যান, নন্দনকানন;
3 মলয়পর্বত থেকে আগত বায়ু স্নিগ্ধ দখিনা বাতাস;
4 বাতাস;
5 মালয় উপদ্বীপ।
[সং. √ মল্ + অয়]।
মলয়জ বিণ ময়লপর্বতে উত্পন্ন।
☐ বি. 1 চন্দন; 2 মলয়বায়ু, দখিনা বাতাস (‘মলয়জশীতল’) ।
মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।
Leave a Reply