মল-মাস [ mala-māsa ] বি. দুই অমাবস্যাযুক্ত এবং রবিসংক্রান্তিবর্জিত অতিরিক্ত চান্দ্রমাস, অধিমাস-যে মাসে হিন্দুদের পূজাদি শুভকাজ নিষিদ্ধ: সৌরবত্সরের সঙ্গে চান্দ্র বত্সরের ঐক্যবিধানের জন্য কয়েক বত্সর অন্তর এই মলমাস গণনা থেকে বর্জিত হয়।
[সং. মল (যুক্ত) + মাস]।
Leave a Reply