মল1 [ mala1 ] বি. নূপুরজাতীয় পায়ের অলংকারবিশেষ।
[দেশি]।
মল2 [ mala2 ] বি.
1 ময়লা, ক্লেদ (নেত্রমল);
2 বিষ্ঠা (মলভাণ্ড);
3 কলঙ্ক;
4 মালিন্য (অমল);
5 মরচে (লৌহমল);
6 শিটা, কাইট;
7 পাপ;
8 (তন্ত্রশাস্ত্রে) অবিদ্যা।
[সং. √ মল্ + অ]।
মলত্যাগ বি. বিষ্ঠাত্যাগ, পায়খানা করা।
মলদ্বার বি. গুহ্যদ্বার, দেহের যে ছিদ্রপথে মল বার করা হয়।
মলনালি বি, মলদ্বারের সঙ্গে সংযুক্ত অন্ত্র।
মলভাণ্ড বি. পেটের মধ্যে অন্ত্রের যে অংশে মল থাকে।
মলরোধ, মলবদ্ধতা বি. কোষ্ঠকাঠিন্য, নিয়মিত কোষ্ঠ পরিষ্কার না হওয়া।
Leave a Reply