মর্যাদা [ maryādā ] বি.
1 গৌরব গরিমা (বংশমর্যাদা);
2 সম্মান, সম্ভ্রম, খাতির (অকারণেই লোকে তাকে মর্যাদা দেয়, মর্যাদাহানি);
3 ন্যায়সংগত ও শালীনতাসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ আচরণ);
4 মূল্য, দক্ষিণা, পণ (কুলীনভোজনের মর্যাদা);
5 সীমা (মর্যাদা-লঙ্ঘন);
6 সেলামি, নজর বা নজরানা (জমিদারের মর্যাদা)
[সং. মর্যা (সীমাসূচক) + √ দা + অ + আ]।
মর্যাদাবান. বিণ. সম্মানবিশিষ্ট, সম্মানিত।
মর্যাদাহানি বি. গৌরবহানি; সম্মানহানি, অসম্মান (আপনার মর্যাদাহানি হতে পারে এমন কাজ করব না)।
Leave a Reply