মর্ম [ marma ] (-র্মন্) বি.
1 দেহের এমন স্হান যেখানে আঘাত করলে মৃত্যু হতে পারে (মর্মস্হানে আঘাত);
2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ;
3 হৃদয়;
4 উদ্দেশ্য, অভিপ্রায়;
5 তাত্পর্য;
6 গূঢ় অর্থ, প্রকৃত অর্থ (কবিতার মর্ম, সারমর্ম); রহস্য (মর্মোদ্ধার)।
[সং √ মৃ + মন্।]
মর্মকথা বি অন্তরের কথা গূঢ় অভিপ্রায়।
মর্মগ্রহণ, মর্মাবধারণ বি. তাত্পর্য বা গূঢ় অর্থ নিরূপণ।
মর্মগ্রাহী (-হিন্) বিণ মর্ম গ্রহণ করে এমন।
মর্মঘাতী (-তিন্), (বাং.) মর্মন্তুদ, মর্মভেদী (-দিন্), মর্মান্তিক বিণ.
1 হৃদয়বিদারক, মারাত্মক (মর্মঘাতী আর্তনাদ, মর্মান্তিক কাহিনি);
2 অতি করুণ, শোচনীয় (মর্মন্তুদ দৃশ্য)।
মর্মঙ্গম বিণ. অন্তরে প্রবিষ্ট, হৃদয়ঙ্গম (‘অহিন্দুর এটা মর্মঙ্গম হবে না’: রবীন্দ্র)।
মর্মজ্ঞ বিণ. নিগূঢ় অর্থ নির্ণয়ে সমর্থ।
মর্মজ্বালা বি. অন্তরের বেদনা বা কষ্ট, দুঃখ।
মর্মপীড়া, মর্মবেদনা, মর্মব্যথা বি. মনঃকষ্ট, শোক অভিমান ইত্যাদি মানসিক যন্ত্রণা।
মর্মবাণী বিণ অন্তরের কথা (বিবেকানন্দে রচনায় ভারতের মর্মবাণী প্রকাশিত হয়েছে)।
মর্মস্হল, মর্মস্হান বি 1 দেহস্হ প্রাণকোষ 2 অন্তরের কোমলতম ও নিগূঢ়তম প্রদেশ।
মর্মস্পর্শী ( র্শিন্), মর্মস্পৃক (-স্পৃশ) বিণ. যা হৃদয়কে ব্যাকুল বা বিচলিত করে; অন্তরের বেদনা দেয় এমন।
মর্মাঘাত বি. মর্মস্হলে বা হৃদয়ে আঘাত।
মর্মাহত বিণ হৃদয়ে নিদারুণ আঘাতপ্রাপ্ত, বেদনাহত (পুত্রের ব্যর্থতায় মর্মাহত)।
মর্মী (-র্মিন্) বিণ.
1 গূঢ় রহস্য উপলব্ধিকারী;
2 মরমি, দরদি।
মর্মোদঘাটন (মর্মোদ্ঘাটন , মর্মোদ্-ঘাটন) , মর্মোদ্ভেদ বি.
1 গোপন কথা বা রহস্য প্রকাশ;
2 স্বরূপ প্রকাশ;
3 মর্মার্থ প্রকাশ।
Leave a Reply