মর্ত, মর্ত্য [ marta, martya ] বি.
1 পৃথিবী, মরজগত্, ইহলোক (‘স্বর্গ হতে মর্তভূমি করেছি বিহার’: রবীন্দ্র);
2 মানুষ।
☐ বিণ. মরণশীল, নশ্বর; পার্থিব (মর্ত্যজীবন)।
[সং. √ মৃ + ত, য]।
মর্তধাম, মর্ত্যধাম, মর্তভূমি, মর্ত্যভূমি, মর্তলোক, মর্ত্যলোক বি. পৃথিবী।
মর্তলীলা, মর্ত্যলীলা বি. মানবজীবনের কার্যকলাপ।
Leave a Reply