মরা [ marā ] বি. ক্রি.
1 প্রাণত্যাগ করা, মারা যাওয়া;
2 সর্বস্বহারা বা সর্বনাশগ্রস্ত হওয়া (চাকরি গেলে লোকটা মরবে);
3 নিদারুন কষ্ট পাওয়া (গরমে মরা, ভেবে মরছি, লজ্জায় মরছে);
4 শুকিয়ে যাওয়া, মজা (নদীটা মরে গেছে);
5 হ্রাস পাওয়া (রস মরা, ব্যথা মরা);
6 নির্জীব হওয়া (অভাবের জন্য লোকটা মরে আছে);
7 লুপ্ত হওয়া (‘বাতাস আলো গেল মরে’: রবীন্দ্র)।
☐ বিণ.
1 মৃত (মরা হাতি);
2 শুষ্ক, মজে গেছে এমন (মরা খাল);
3 নির্জীব (মরা প্রাণ, উনুনের মরা আঁচ);
4 লুপ্ত বা হ্রাসপ্রাপ্ত (মরা খিদে);
5 খাদযুক্ত (মরা সোনা)।
[সং. √ মৃ + বাং. অ]।
মরাকটাল. বি. ভাটা।
মরাকান্না বি কারও মৃত্যুতে আত্মীয়-পরিজনেরা যেমন উচ্চরোলে কাঁদে সেইরকম কান্না।
মরা গাং, মরা নদী — মজে-যাওয়া নদী (‘এবার তোর মরা গাঙে বান এসেছে’: বরীন্দ্র)।
মরা পেট, মরা নাড়ি — বহুদিন অনাহারে বা অর্ধাহারে থাকার ফলে পূর্ণ আহারে অসমর্থ পাকস্হলী।
মরামাস বি. খুশকি।
মরাহাজা বিণ.
1 মৃত ও ক্ষয়প্রাপ্ত (মরাহাজা পুকুর);
2 জীর্ণশীর্ণ (মরাহাজা শরীর)।
Leave a Reply