মরণ [ maraṇa ] বি. মৃত্যু, জীবনের অবসান (মরণদশা, জনমে-মরণে)।
[সং. √ মৃ + অন]।
মরণ আর কি — লজ্জা, সস্নেহ তিরস্কার প্রভৃতিসূচক উক্তিবিশেষ (আমি ওখানে যাব? মরণ আর কি !)
মরণকামড় বি. নিজের মৃত্যু বা চরম বিপর্যয় সন্নিকট বুঝে প্রতিহিংসা গ্রহণের জন্য শেষ ও কঠিনতম প্রত্যাঘাত।
মরণদশা বি মৃত্যুর তুল্য অবস্হা।
মরণধর্মা, মরণধর্মী বিণ যার সর্বনাশ অবশ্যম্ভাবী।
মরণপণ বিণ. মৃত্যু না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে এমন প্রতিজ্ঞাযুক্ত (মরণপণ সংগ্রাম)।
মরণপাখা বি.
1 পিঁপড়ে প্রভৃতি পতঙ্গের আগুনে পুড়ে মৃত্যুর আগে যে পাখা গজায়;
2 (আল.) সর্বনাশকর দম্ভ যা শক্তিমত্ততা।
মরণবাড় বি. যে ভীষণ দর্প বা অতিশয্য পতনের কারণ হয়।
মরণশীল বিণ. নশ্বর।
বি. মরণশীলতা।
মরণাপন্ন, মরণোন্মুখ বিণ. মূমূর্ষু।
মরণাশৌচ বি. জ্ঞাতির মৃত্যুহেতু অশৌচ।
মরণোত্তর বিণ. মৃত্যুর পরবর্তী (মরণোত্তর সম্মান)।
তু. ইং posthumous
Leave a Reply