ময়ূর [ maẏūra ] বি. বিচিত্রবর্ণ ও নৃত্যশীল পাখিবিশেষ, শিখী, কলাপি।
[সং. √ মী + ঊর]।
স্ত্রী. ময়ূরী।
ময়ূরকণ্ঠী বিণ. ময়ূরের কণ্ঠের মতো বিচিত্র বর্ণযুক্ত (ময়ূরকণ্ঠী রং)।
ময়ূরপঙ্খি বি. ময়ূরাকৃতি নৌকাবিশেষ।
ময়ূরপুচ্ছ বি. ময়ূরের লেজ।
ময়ূরাসন বি. ময়ূরের আকৃতির অনুরূপ দেহভঙ্গিযুক্ত যোগাসনবিশেষ।
Leave a Reply