মন্দ্রা [ mandrā ] বি. গম্ভীর ধ্বনি (‘তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে’ : রবীন্দ্র)।
☐ বিণ. গম্ভীর (মন্দ্রকন্ঠে, জলদমন্দ্র রবে)।
☐ ক্রি. গম্ভীর ধ্বনি করা (‘মন্দ্রি ওঠে সারা আকাশে’: রবীন্দ্র)।
[সং. √ মন্দ্ + র]
মন্দ্রাসপ্তক বি. সংগীত খাদের সপ্তক, উদারা।
মন্দ্রিত বিণ. গম্ভীর শব্দে ধ্বনিত (‘মন্দ্রিত তব ভেরী’: রবীন্দ্র)।
Leave a Reply