মন্দ [ manda ] বিণ.
1 মন্হর, মৃদু, তীব্র নয় এমন (মৃদুমন্দ হাসি);
2 ধীর (মন্দগতি);
3 ধীরগামী (মন্দানিল, মন্দবায়);
4 খারাপ, অপকৃষ্ট (মন্দ জিনিস);
5 কু, অসত্, দুষ্ট (মন্দ লোক);
6 অশুভ, প্রতিকূল (মন্দ ভাগ্য);
7 কটু, কর্কশ (মন্দ বাক্য);
8 ক্ষীণ, দুর্বল;
9 অসুস্হ (শরীর মন্দ)।
[সং. √ মন্দ + অ]।
বি. মন্দতা, মন্দত্ব, মান্দ্য (অগ্নিমান্দ্য)।
মন্দগতি বি. ধীর গতি।
☐ বিণ. ধীরগতিসম্পন্ন।
মন্দগামী (-মিন্) বিণ. ধীরগামী, ধীরে চলে এমন।
স্ত্রী. মন্দগামিনী।
মন্দবুদ্ধি বিণ.
1 কুবুদ্ধিযুক্ত, দুষ্ট, অসত্;
2 ক্ষীণ বা অতীক্ষ্ম বোধসম্পন্ন।
মন্দভাগ, মন্দভাগ্য বিণ. হতভাগ্য, অভাগা।
☐ বি. খারাপ অদৃষ্ট।
স্ত্রী. (সং.) মন্দভাগা, মন্দভাগ্যা; (বাং.) মন্দভাগিনি।
মন্দমতি বিণ. দুর্মতি, দুষ্ট।
মন্দ মন্দ ক্রি-বিণ. ধীরে ধীরে (মন্দ মন্দ বাতাস বইছে)।
Leave a Reply