মন্থন [ manhana ] বি.
1 মথিত করা, আলোড়ন (দধিমন্থন, সমুদ্রমন্থন);
2 মওয়া;
3 দলন, বিনষ্ট করা (শত্রুমন্থন)।
[সং. √ মন্হ্ + অন]।
মন্থনদণ্ড বি. যে দণ্ড বা কাঠি দিয়ে মন্থন করা বা ঘোঁটা হয়।
মন্থনী বি.
1 মণ্ডনদণ্ড, মউনি;
2 মন্হনপাত্র।
মন্ত্রী (-ন্হিন্) বিণ. মন্থনকারী।
Leave a Reply