মন্ত্রী [ mantrī ] (-ন্ত্রিন্). বি.
1 রাজার বা রাষ্ট্রপ্রধানের পরামর্শদাতা, অমাত্য (রাজা চন্দ্রগুপ্তের মন্ত্রী);
2 রাষ্ট্রশাসনের বিভাগবিশেষের ভারপ্রাপ্ত অমাত্য (শিক্ষামন্ত্রী)।
☐ বিণ. মন্ত্রণাদাতা।
[সং. √ মন্ত্র + ইন্]।
মন্ত্রিত্ব বি. মন্ত্রীর পদ বা কাজ।
মন্ত্রীসভা, মন্ত্রীসভা বি. মন্ত্রীদের নিয়ে গঠিত উচ্চতম স্তরের শাসনসংস্হা।
Leave a Reply