মন্ত্র [ mantra ] বি.
1 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণের মাধ্যমে দেবতার উপাসনা করা হয়;
2 যে পবিত্র শব্দ বা বাক্য উচ্চারণ বা মনন করলে ত্রাণ পাওয়া যায়;
3 বশীকরণাদি ব্যাপারে ব্যবহৃত শব্দ (মারণমন্ত্র, সাপের মন্ত্র);
4 বৈদিক সাহিত্যের অংশ;
5 নীতি (অহিংসামন্ত্র);
6 মন্ত্রণা, উপদেশ, পরামর্শ (কানে মন্ত্র দেওয়া)।
[সং. √ মন্ত্র + অ]।
মন্ত্রকুশল বিণ. পরামর্শ দানে পটু।
মন্ত্রগুপ্তি বি. মন্ত্রণার গোপনীয়তা-রক্ষা।
মন্ত্রগূঢ় বি. গুপ্তচর।
মন্ত্রগৃহ বি. পরামর্শ বা মন্ত্রণার জন্য (গুপ্ত) ঘর।
মন্ত্রগ্রহণ বি. দীক্ষা নেওয়া; পরামর্শ নেওয়া; কোনো কার্যসাধনের ব্রত গ্রহণ।
মন্ত্রজিহ্ব বি. অগ্নি।
মন্ত্রতন্ত্র বি. বিবিধ মন্ত্র ও তদ্রূপ প্রক্রিয়া।
মন্ত্রদাতা (-তৃ) বি. বিণ. যে দীক্ষা বা পরামর্শ দান করে।
স্ত্রী. মন্ত্রদাত্রী।
মন্ত্রদ্রষ্টা (ষ্টৃ) বি. যিনি বা যে ঋষি মন্ত্রের পরম তত্ত্ব প্রত্যক্ষ করেছেন।
মন্ত্রপূত বিণ. মন্ত্রদ্বারা পবিত্রীকৃত (মন্ত্রপূত কবচ, মন্ত্রপূত জল)।
মন্ত্রবল, মন্ত্রশক্তি বি. মন্ত্রের জোর বা ক্ষমতা।
মন্ত্রবিত্, মন্ত্রবিদ বিণ. মন্ত্রজ্ঞ, মন্ত্রকুশল; মন্ত্রণাকুশল।
☐ বি. মন্ত্রী।
মন্ত্রভেদ বি. কৌশলে অন্যের গুপ্ত মন্ত্রণা বা পরামর্শ জেনে নেওয়া।
মন্ত্রমুগ্ধ বিণ. (মন্ত্রের দ্বারা) সম্পূর্ণ বশীভূত।
স্ত্রী. মন্ত্রমুগ্ধা।
মন্ত্রশিষ্য বি.
1 কোনো ব্যক্তিকর্তৃক দীক্ষিত শিষ্য;
2 (আল.) একান্ত অনুগামী ব্যক্তি।
মন্ত্রসাধক বিণ. মন্ত্রের দ্বারা কর্ম সাধনাকারী।
মন্ত্রসাধন বি. মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের প্রয়াস; মন্ত্রে নির্দিষ্ট আদর্শের অনুসরণ।
মন্ত্রসিদ্ধ বিণ. মন্ত্রজপের দ্বারা সিদ্ধিপ্রাপ্ত।
বি. মন্ত্রসিদ্ধি।
Leave a Reply