মনুষ্য [ manuṣya ] বি. মানুষ, মানব।
[সং. মনু (+ষ্) + য]।
স্ত্রী. মনুষী।
মনুষ্যকৃত বিণ. মানুষের দ্বার রচিত বা সম্পাদিত, মানুষ করেছে এমন।
মনুষ্যচরিত্র বি. মানবজাতির স্বভাব, মানুষের স্বাভাবিক প্রকৃতি।
মনুষ্যজন্ম বি. মানুষরূপে জন্মগ্রহণ।
মনুষ্যত্ব বি.
1 মানুষের প্রকৃতি, মানবতা;
2 দয়া ধর্ম প্রেম ইত্যাদি মানবোচিত গুণ বা বৈশিষ্ট্য।
মনুষ্যলোক বি. মর্ত্যলোক, পৃথিবী (মনুষ্যলোকে এমন ঘটনা বিরল)।
মনুষ্যাবাস বি লোকালয়।
মনুষ্যেতর বিণ. মানুষ অপেক্ষা হীন (মনুষ্যেতর প্রাণী)।
মনুষ্যোচিত বিণ.
1 মানুষের উপযুক্ত বা যোগ্য;
2 মনুষ্যত্বপূর্ণ।
Leave a Reply