মনীষা [ manīṣā ] বি.
1 প্রতিভা;
2 প্রজ্ঞা;
3 তীক্ষ্ম ও গভীর বুদ্ধি।
[সং. মনস্ + ঈষা]।
মনীষী (-ষিন্) বিণ. প্রতিভাসম্পন্ন; প্রাজ্ঞা; গভীর বুদ্ধিসম্পন্ন।
☐ বি. অসাধারণ প্রতিভা ও গভীর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি।
মনীষিত বিণ. অভীষ্ট, বাঞ্ছিত।
মনীষিতা বি. মনীষীর বা মনীষিসুলভ ভাব; মনস্বিতা।
Leave a Reply