মনন [ manana ] বি.
1 মনের ক্রিয়া, চিন্তন (শ্রবণ-মনন, মননশক্তি);
2 অনুমান;
3 সংকল্প।
[সং. √ মন্ + অন]।
মননশীল বিণ. বুদ্ধিদীপ্ত চিন্তায় অভ্যস্ত, বুদ্ধিদীপ্ত বিচারশক্তিসম্পন্ন।
☐ বি. বিণ. বুদ্ধিজীবী, intellectual.
মননশীলতা বি. যুক্তিনির্ভর চিন্তায় দ্বারা চালিত হওয়ার স্বভাব।
মননীয় বিণ. চিন্তানীয়
Leave a Reply