মনঃ [ manḥ ] (মনস্) বি.
1 মন;
2 (দর্শনে) সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি, অন্তরিন্দ্রিয়।
[সং. √ মন্ + অস্]।
মনঃকল্পিত বিণ. মনগড়া।
মনঃকষ্ট, মনঃক্ষোভ, মনোদুঃখ, মনোবেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা।
মনঃক্ষুণ্ণ বিণ. দুঃখিত; নিরাশ; অসন্তুষ্ট।
মনঃপূত বিণ. পছন্দসই, মনোমতো।
মনঃসংযোগ বি. মনোযোগ, মনোনিবেশ।
মনঃসমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)।
Leave a Reply