মন1 [ mana1 ] বি.
1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে);
2 বিবেচনা;
3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না);
4 স্মৃতি, স্মরণ (মনে নেই);
5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না);
6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই);
7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা);
8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)।
[< সং. মনস্]।
মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)।
মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা।
মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)।
মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া।
মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া।
মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা।
মনখোলা বিণ. সরল; অকপট।
মনগড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)।
মনচোর, মনচোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক।
মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা।
মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা।
মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া।
মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা।
মন দেওয়া ক্রি. বি.
1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া;
2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)।
মন থেকে ক্রি-বিণ.
1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি);
2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো);
3 স্মৃতি থেকে (মন থেকে বলো)।
মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন।
মনপবন বি. মনোরূপ প্রাণবায়ু।
মনপছন্দ বিণ, মনোমতো, মনঃপূত।
মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা।
মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা।
মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)।
মনমরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ।
মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা।
মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)।
মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না)।
মনরাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)।
মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)।
মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা।
মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)।
মনে করা ক্রি. বি.
1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না);
2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা);
3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)।
মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া।
মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)।
মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা।
মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া।
মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া।
মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া।
মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা।
মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে।
মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়।
মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা।
মনে হওয়া ক্রি. বি.
1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে);
2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)।
মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ।
মনের কালি, মনের ময়লা — বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)।
মনের জোর — মনোবল, আত্মবিশ্বাস।
মনের ঝাল — মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা।
মনের বিষ — গোপন বিদ্বেষ, হিংসা।
মনের মানুষ — পছন্দসই লোক, প্রীতির পাত্র।
মনের মিল — সদ্ভার বা ঐক্য।
মন2 [ mana2 ] (বর্জি). মণ বি. ওজনের মাপবিশেষ, ৪০ সের, প্রায় ৩৭.৫ কিলোগ্রাম পরিমিত ওজনের সমান মাপ।
[আ. মন্-তু. সং ‘মণভিধানং খযুগৈশ্চ সেরৈঃ’]।
মনকষা বি. (গণি.) মনের হিসাব মূল্যাদি নিরূপণের অঙ্ক।
মনকিয়া বিণ. মন হিসাবের তালিকা।
মনকে ক্রি বিণ. মনপ্রতি, প্রতি মনে (মনকে দু-সের কম)।
মনমনি বিণ. মনযুক্ত, মনবিশিষ্ট (দুমনি বস্তা)।
Leave a Reply