মধ্যে [ madhyē ] বি.
1 মধ্যস্হলে;
2 অভ্যন্তরে, ভিতরে (হৃদয়মধ্যে);
3 অবসরে অবকাশে (ইতিমধ্যে);
4 মাধ্যম (অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিক্ষালাভ)।
☐ ক্রি-বিণ.
1 অতিক্রান্ত হওয়ার আগে (বিকেলের মধ্যে এসো, এক সপ্তাহের মধ্যে);
2 কিছুকাল আগে (মধ্যে কিছু টাকা পেয়েছিলাম)।
মধ্যে পড়া ক্রি. বি.
1 জড়িত হওয়া (হাঙামার মধ্যে পড়েছে);
2 আক্রান্ত বা পরিবেষ্টিত হওয়া (শত্রুর মধ্যে পড়া)
3 প্রবেশ করা (নৌকোটা নদীর মধ্যে পড়ল);
4 মধ্যস্হতা করা (মধ্যে পড়ে ঝগড়া মিটানো)।
মধ্যে মধ্যে ক্রি বিণ. মাঝে মাঝে, কখনো-কখনো; থেকে-থেকে (মরুভূমির মধ্যে-মধ্যে মরূদ্যান, সে মধ্যে মধ্যে হেসে ওঠে)।
Leave a Reply