মধ্যম [ madhyama ] বিণ.
1 মধ্যবর্তী;
2 মেজো, দ্বিতীয় (মধ্যম ভ্রাতা, মধ্যম পাণ্ডব
3 মাঝামাঝি স্হানে অবস্হিত মধ্যমাঙ্গুলি
4 মাঝারি, কমও নয় বেশিও নয় এমন বা ভালোও নয় খারাপও নয় এমন (মধ্যমাবস্হা)।
☐ বি.
1 কটিদেশ কোমর (সুমধ্যমা);
2 সংগীতে স্বরগ্রামের চতুর্থ স্বর, মা।
[সং + মধ্য + ম]।
মধ্যমপাণ্ডব বি. ভীমসেন, ভীম।
মধ্যমবয়স্কা বিণ. মাঝবয়সি, প্রৌঢ়।
স্ত্রী. মধ্যমবয়স্কা।
মধ্যমা বি. (হাতের) মাঝের আঙুল।
Leave a Reply