মধু [ madhu ] বি.
1 পুষ্পরস, মৌ (ফুলের মধু, পদ্মমধু);
2 মিষ্ট রস, মিষ্ট পদার্থ;
3 মদ্য, সুরা;
4 চৈত্রমাস (মধুমাস);
5 বসন্তকাল (‘কালি মধু যামিনীতে’: রবীন্দ্র);
6 (আল.) মাধুর্য (‘গোকুলে মধু ফুরায়ে গেল’: ন. ভ.);
7 দৈত্যবিশেষ।
☐ বিণ.
1 মধুবত্ মিষ্ট বা স্বাদু;
2 মধুর (মধুকণ্ঠ);
3 মধুপূর্ণ (মধুমালতী)।
[সং √ মন্ (=মধ্) + উ]।
মধুক, মধুকর, মধুপ, মধুপায়ী (-য়িন্), মধুব্রত, মধুভৃত্, মধুমক্ষিকা বি.
1 ভ্রমর;
2 মৌমাছি।
মধুকণ্ঠ বিণ. মধুর স্বরবিশিষ্ট।
মধুকরী বি. 1 (স্ত্রী.) ভ্রমরা; 2 স্ত্রী-মৌমাছি।
মধুকাল বি বসন্তকাল।
মধুকোষ, মধুক্রম, মধুচক্র, মধুচ্ছত্র, মধুজালক বি মৌচাক।
মধুচন্দ্র, মধুচন্দ্রিকা বি. বিবাহের অব্যবহিত পরে নববিবাহিত দম্পতির প্রমোদভ্রমণ, honeymoon.
মধুনিশি, মধুযামিনী, মধুরাতি বি.
1 বসন্তকালের রাত্রি;
2 মনোরম রাত্রি।
মধুপর্ক বি. ঘি মধু দই দুধ শর্করা মিশিয়ে পুণ্যকর্মে ব্যবহৃত বস্তু।
মধুবন বি. বৃন্দাবনের বনবিশেষ, মথুরার অন্তর্গত বনবিশেষ।
মধুবর্ষী (-র্ষিন্) বিণ. মধু বর্ষণকারী; অত্যন্ত মধুর।
মধুমন্তী বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ।
মধুময় বিণ. মধুতে ভরা; মধুমাখা; অতি মধুর।
মধুমাধব বি. চৈত্র ও বৈশাখ মাস।
মধুমাধবী বি মদ সুরা।
মধুমাস বি. চৈত্রমাস।
মধুলিহ, মধুলেহ, মধুলেহী বি. ভ্রমর।
মধুসখ বি. কোকিল।
মধুস্বর বি. 1 মধুর কণ্ঠস্বর; 2 কোকিল।
Leave a Reply