মদ [ mada ] বি.
1 ষড়্রিপুর অন্যতম, নিজের উপর অলীক শ্রেষ্ঠত্বের আরোপ;
2 অহংকার, দম্ভ (ধনমদে মত্ত);
3 আনন্দজনিত মত্ততার আবেশ (মদবিহ্বল);
4 কস্তুরী (মৃগমদ);
5 মদ্য, সুরা (মদের নেশা);
6 প্রমত্তজনক রস (মহুয়ার মদ);
7 হাতির গণ্ডদেশ থেকে নিঃসৃত স্রাব।
[সং √ মদ্ + অ]।
মদকল বিণ. মত্ততাজনক কলধ্বনিকারী (‘মদকল করী’: মধু.)
☐বি. মত্তহস্তী।
মদখোর বিণ. মদ্যপ, মদ্যপানকারী।
মদগর্ব বি. মত্ততাজনিত অংহকার বা দর্প।
মদমত্ত মদোম্মত্ত বিণ.
1 সুরাপানের ফলে মাতালো;
2 দর্পান্ধ, গর্বে উন্মত্ত।
স্ত্রী. মদমত্তা।
মদমত্ত হাতি গণ্ডদেশ বেয়ে রস নিঃসরণের জন্য উত্তেজিত হাতি।
মদাত্যয় বি. মদ্যপানজনিত রোগবিশেষ।
মদান্ধ বিণ. মত্ততা বা গর্বহেতু হিতাহিত জ্ঞানশূন্য।
মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল।
স্ত্রী. মদালসা।
মদো বিণ.
1 মদের মতো (মদো গন্ধ);
2 মদখোর।
মদোত্-কট, মদোতকট, মদোৎকট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি।
☐ বিণ. গর্বান্ধ দাম্ভিক।
মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)।
Leave a Reply