মথন [ mathana ] বি.
1 মন্হন, আলোড়ন, ঘোটন (দই মথন করে ঘোল বানানো);
2 দলন, নাশন, দমন, সম্পূর্ণ পরাজিত করা (শত্রুমথন);
☐ বিণ. দলনকারী বিনাশক।
[সং. √ মথ্ + অন]।
মথনী বি. 1 মথনদণ্ড, মউনি; 2 মাখন।
মথিত বিণ. মথন বা বিনাশ করা হয়েছে এমন (শত্রুসৈন্য মথিত করে ফিরে এলেন)।
মথ্যমান বিণ. মথন করা হচ্ছে এমন।
Leave a Reply