মতি1, মতিচুর, মতিয়া [ mati1, maticura, matiẏā ] যথাক্রমে মোতি1, মোতিচুর ও মোতিয়া -র বানানভেদ।
মতি2 [ mati2 ] বি.
1 বুদ্ধি (মতিভ্রম, হীনমতি);
2 জ্ঞান (কুমতি);।
3 স্মরণশক্তি (মতিভ্রংশ);
4 প্রবণতা, ইচ্ছা, অনুরক্তি (‘ধর্মে যেন মতি থাকে’: ব. চ.);
5 চিত্ত, মন (‘হরষিত মতি’: কাশী.)।
মতিগতি বি মনের ভাব; অভিপ্রায় ও চেষ্টা।
মতিচ্ছন্ন বিণ. নষ্টবুদ্ধি, দুমর্তি।
☐ বি বুদ্ধিনাশ।
মতিভ্রংশ, মতিভ্রম, মতিহীনতা বি. স্মৃতি বা বুদ্ধিনাশ।
মতিভ্রষ্ট, মতিহীন বিণ. স্মৃতি বা বুদ্ধি নষ্ট হয়েছে এমন।
মতিমন্ত, মতিমান বিণ বুদ্ধিমান, ধীসম্পন্ন।
মতিস্হৈর্য বি. বুদ্ধি ইচ্ছা বা সংকল্পের দৃঢ়তা
Leave a Reply