মত্সর, মতসর, মৎসর [ mat-sara ] বি.
1 ঈর্ষা, অন্যের ভালো সহ্য করতে না পারা, দ্বেষ, পরশ্রীকাতরতা;
2 ক্রোধ।
☐ বিণ.
1 ঈর্ষাকারী, দ্বেষযুক্ত, পরশ্রীকাতর;
2 ক্রুদ্ধ।
[সং √ মদ্ + সর]।
মত্সরী, মতসরী, মৎসরী (-রিন্) বিণ.
1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর,
2 খল;
3 লোভী;
4 নীচ;
5 ক্রুদ্ধ।
স্ত্রী. মত্সরিণী, মতসরিণী, মৎসরিণী।
Leave a Reply