মতো, [ matō, ] (অসং.) মত1 বিণ.
1 সদৃশ, ন্যায়, তুল্য (ফুলের মতো মেয়ে);।
2 অনুযায়ী, অনুরূপ (কথামতো কাজ, মনের মতো কথা, দস্তুর মতো মজুরি);
3 যোগ্য, উপযুক্ত (রাজার মতো আচরণ, ছেলের মতো ছেলে)।
☐ অব্য. জন্য, সীমা (জন্মের ম়তো, চিরকালের মতো)।
মত2 [ mata2 ] বি.
1 মনোগত ভাব, অভিমত, ধারণা (এ সম্বন্ধে তোমার মত কী ?);
2 সম্মতি, সমর্থন (এ-কাজে তার মত নেই);
3 প্রণালী, ধারা (কবিরাজি মতে চিকিত্সা);
4বিধি, বিধান (হিন্দুমতে, শাস্ত্রমতে বিবাহ)।
[সং. √ মন্ + ত]।
মত দেওয়া ক্রি. বি. সম্মতি দেওয়া।
মতদ্বৈধ বি. মতের পার্থক্য বা বিরোধ।
মতবাদ বি. যুক্তিপ্রামাণাদির দ্বারা গৃহীত সিদ্ধান্ত,theory.
মতবিনিময় বি.
1 মতের আদান-প্রদান;
2 পারস্পরিক আলোচনা।
মতবিরোধ, মতভেদ বি মতের অমিল, মতানৈক্য।
মতান্তর বি. মতের অমিল; ভিন্ন মতে বা উপায়।
মতাবলম্বন বি. মত গ্রহণ করা বা মেনে নেওয়া।
মতাবলম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসী ও শ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)।
মতামত বি.
1 সম্মতি ও অসম্মতি;
2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব।
Leave a Reply