মণি [ maṇi ] বি.
1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন);
2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি):
3 চোখের তারা;
4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)।
[সং √ মণ্ + ই়] ।
মণিক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা।
মণিকর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট।
মণিকাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা।
মণিকাঞ্চনযোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন।
মণিকা বি.
1 মণি;
2 মাটির জালা।
মণিকার বি.
1 রত্নবনিক, জহুরি;
2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী।
মণিকুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে।
মণিকোঠা বি মণিময় গৃহ।
মণিমণ্ডিত, মণিময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত।
মণিমঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা।
মণিমাণিক্য বি. বিভিন্ন রত্নাদি।
মণিমালা বি. মণিময় হার।
মণিরাগ বি হিঙ্গুল।
মণিহার বি. মণিময় কণ্ঠহার।
মণিহারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি।
Leave a Reply