মড়ি [ maḍ়i ] বি.
1 মড়া মৃতদেহ, শব (মড়িঘর);
2 বাঘ সিংহাদি হিংস্র পশু যে পশুকে হত্যা করে অর্ধভুক্ত অবস্হায় রেখে যায় পরে এসে খাবার জন্য।
[বাং মড়া + ই]।
মড়িঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ।
মড়িপোড়া বি. শবদাহে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ।
Leave a Reply