মটকা1 [ maṭakā1 ] বি.
1 মোটা তরসবস্ত্রবিশেষ (মটকার চাদর);
2 কাঁচা ঘরের চালের শীর্ষদেশ;
3 কপাট নিদ্রা, নিদ্রার ভান (মটকা মেরে পড়ে থাকা);
4 মাটির বড়ো জালা (চালের মটকা)।
[দেশি]।
মটকা মারা ক্রি. বি.
1 কাঁচা ঘরের চালের শীর্ষস্হ ফাঁক বন্ধ করা;
2 ঘুমের ভান করে শুয়ে থাকা।
মটকা2 [ maṭakā2 ] ক্রি. মটকানো, দুমড়ানো (গাছের ডাল মটকায়, আঙ্গুল মটকায়)।
[ধ্বন্যা.]
মটকানো ক্রি. মট শব্দ করে দুমড়ানো (আঙ্গুল মটাকানো, ঘাড় মটকানো)।
☐ বিণ. বি. উক্ত অর্থে।
Leave a Reply