মজা1 [ majā1 ] বি.
1 আনন্দ (মজা পাওয়া);
2 আমোদ, কৌতুক (মজার কথা, মজার ব্যাপার);
3 তামাশা, রঙ্গ, রগড়;
4 ঠাট্টা উপহাস।
[ফা. মজহ্]।
মজা করা ক্রি. বি. রগড় করা; অপরকে অপদস্হ করে কৌতুক করা।
মজা টের পাওয়া ক্রি. বি. জব্দ হয়ে অসুবিধা ভোগ করা।
মজাদার বিণ. কৌতুকাবহ, আমোদজনক (মজাদার খেলা)।
মজা দেখা ক্রি. বি. অন্যর কষ্টে বা বিপদে আনন্দ অনুভব করা।
মজা দেখানো ক্রি. বি. বিপদে ফেলে জব্দ করা।
মজা মারা, মজা লোটা ক্রি বি. আমোদ বা আনন্দ উপভোগ করা।
মজা2 [ majā2 ] ক্রি.
1 জলশূন্য হওয়া, বুজে যাওয়া (পুকুরটা মজে গেছে);
2 মুগ্ধ বিভোর বা আসক্ত হওয়া (প্রেমে মজা, নেশায় মজা, মন মজেছে);
3 সুপরিণত বা উপভোগ্য হওয়া (আচারটা এখনও মজেনি);
4 অতিরিক্ত পেকে যাওয়া (আমটা মজে গেছে);
5 বিপদ্গ্রস্ত হওয়া (ফেল করে মজলাম)।
☐ বি. উক্ত সব অর্থে।
☐ বিণ.
1 অতিরিক্ত পক্কতার ফলে গলিত (মজা আম);
2 জলশূন্য হয়েও বুজে গেছে এমন (মজা পুকুর)।
[সং √ মস্জ্ + বাং আ.]
মজানো ক্রি. বি.
1 নিমজ্জিত করা;
2 মুগ্ধ করা;
3 পাকানো (কাঁঠাল মজানো);
4 বিপদ্গ্রস্ত করা (‘মজালে রাক্ষসকুল, মজিলে আপনি’): মধু.)।
Leave a Reply